আগামী সপ্তাহে পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তবে এই বাজেট পেশের মাধ্যমে তিনি এক নজির সৃষ্টি করতে চলেছেন৷ এটা হবে নির্মলার টানা ষষ্ঠ বাজেট পেশ। যার ফলে তিনি ছাপিয়ে যাবেন অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিন্হার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। যাঁরা টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন।
এই বাজেটে পেশের ফলে তিনি ঠাঁই পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে। দু’দফায় অর্থমন্ত্রী থেকে মোরারজি মোট ১০টি বাজেট পেশ করেছিলেন। এর মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ছ’বার। যারমধ্যে পাঁচটি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট।
ইতিমধ্যেই এবারের অন্তর্বর্তী বাজেটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ৷ গত বুধবার রাজধানীতে নর্থব্লকে অর্থ মন্ত্রকের দফতরে প্রথাগত ভাবে অনুষ্ঠিত হয়েছে হালুয়া উৎসব। প্রথা অনুসারে ওই উৎসবের পরে মন্ত্রকের কর্মী অফিসারেরা যারা বাজেট তৈরির কাজে যুক্ত তারা এই উৎসবের পর থেকে একেবারে বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন না।
লোকসভা নির্বাচনের বছরে ভোটের পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়৷ কিন্তু নতুন অর্থবর্ষে প্রথম তিন-চার মাস কাজ চালানোর জন্য একটা অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করে নেওয়া হয় ৷ সেই বাজেটে সাধারণত কোনও নীতিগত নতুন ঘোষণা করা হয় না৷ তবে ইদানিং সেই প্রথা ভেঙে কিছু ঘোষণা করতেও দেখা যাচ্ছে ৷ ফলে পূর্ণাঙ্গ বাজেট না হলেও আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে নির্মলা সীতারমন কী বলেন তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই ৷