ভারত: আজ সারা দেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বিজয়া দশমী। দুর্গাপূজার দশম দিনে মা দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। এই দিনে রামচন্দ্র রাবণকে পরাজিত করে সত্য ও ধর্মের বিজয় অর্জন করেছিলেন বলেই এই দিনটিকে ‘বিজয়া’ হিসেবে গণ্য করা হয়। আর এই পবিত্র ও আনন্দঘন দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM MODI) ।
প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর অফিসিয়াল X হ্যান্ডলে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, “বিজয়া দশমীর পবিত্র দিনে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও শুভবোধ নিয়ে আসুক। মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই এগিয়ে যাই ন্যায় ও ধর্মের পথে।”
প্রধানমন্ত্রীর বার্তায় ছিল একতার, ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা। তিনি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয়, বরং সমগ্র ভারতীয় জাতিকে এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানান। এই বার্তার মাধ্যমে তিনি সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী মোদী দেশজুড়ে পালিত হওয়া বিভিন্ন দুর্গাপূজা উৎসবের ছবি এবং ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকেও তাঁকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজয়া দশমী ভারতের একটি বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব। এটি কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত একটি জীবনের দৃষ্টান্ত বহন করে। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এই উৎসবের অন্তর্নিহিত দর্শনের ওপর জোর দিয়ে বলেন, “দুর্গার শক্তি আমাদের সকল অশুভ শক্তিকে দূর করে, সাহস ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
বিজয়া দশমীকে কেন্দ্র করে আজ ভারতের বিভিন্ন অংশে বিশাল শোভাযাত্রা, দশেরা ময়দানে রাবণের কুশপুতুল দাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলো পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।