HomeBharatViral Photo: ৭০ বছরের চৌকিদার শ্বশুর বিয়ে করলেন ২৮ বছরের পুত্রবধূকে

Viral Photo: ৭০ বছরের চৌকিদার শ্বশুর বিয়ে করলেন ২৮ বছরের পুত্রবধূকে

- Advertisement -

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক ৭০ বছরের বৃদ্ধ তার ২৮ বছর বয়সী পুত্রবধূকে মন্দিরে বিয়ে করেছেন। এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় (Viral Photo) ভাইরাল হয়েছে। এ ঘটনা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। সোশ্যাল মিডিয়ার খবর এবং ছবিকে ভরসা করে বলা হচ্ছে, ১২ বছর আগে শ্বশুর কৈলাশ যাদবের স্ত্রী মারা গেছেন। তাদের চার সন্তান এবং কৈলাশের পুত্রবধু পূজার স্বামী তৃতীয় ছেলে ছিল, সেও মারা গেছে। খবর অনুযায়ী, দুজনেই পারস্পরিক সম্মতিতে বিয়ে করেছেন এবং পূজা তার নতুন সম্পর্ক নিয়ে খুশি। কৈলাশ যাদব বদলগঞ্জ কোতোয়ালি এলাকার ছাপিয়া উমরাও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, বারহালগঞ্জ থানার প্রহরী কৈলাশ যাদব তার পুত্রবধূ পূজাকে নিয়ে সাত পাকে বাঁধা পড়েন৷ এই অনুষ্ঠানে গ্রামবাসী সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিয়ে নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, স্বামীর মৃত্যুর পর পূজা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। অন্য কারো সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু সে পরিবার তার পছন্দ হয়নি তাই সে তার স্বামীর বাড়িতে ফিরে আসে। এখানে সে তার শ্বশুরকে বিয়ে করতে রাজি হয় এবং সমাজ নির্বিশেষে এই বিয়ে হয়।

   

বারহালগঞ্জ থানার চৌকিদার কৈলাশ যাদবের বিয়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গ্রাম ও থানায় পৌঁছেছে। স্টেশন ইনচার্জ বারহালগঞ্জ জানান, ভাইরাল হওয়া ছবি থেকেই আমরা এই বিয়ের কথা জানতে পেরেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, এটা দুইজনের পারস্পরিক ব্যাপার, কারো অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে দেখতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular