Presidential Election: মমতার বৈঠকে নাম উঠলেও ফস্কে গেলেন ফারুক

রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অ-বিজেপি জোটের বৈঠক যে সুপার ফ্লপ তার ইঙ্গিত দিল্লির কনস্টিটিউশন ক্লাবেই মিলেছিল। রাষ্ট্রপতি পদে লড়তে শারদ পাওয়ার…

Presidential Election: মমতার বৈঠকে নাম উঠলেও ফস্কে গেলেন ফারুক

রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা অ-বিজেপি জোটের বৈঠক যে সুপার ফ্লপ তার ইঙ্গিত দিল্লির কনস্টিটিউশন ক্লাবেই মিলেছিল। রাষ্ট্রপতি পদে লড়তে শারদ পাওয়ার রাজি হননি। এবার সরে গেলেন ফারুক আবদুল্লাহ।

পাওয়ার অরাজি হওয়ায় বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ফারুক আবদুল্লাহ ও গোপাল কৃষ্ণ গান্ধীর নাম তুলে ধরেন। সেই প্রস্তাবিত নাম থেকে নিজেকে সরিয়ে রাখলেন আবদুল্লাহ।

ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমার নাম পস্তাবগে আনা হয়েছিল। কিন্তু আমি সেই প্রস্তাব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার মনে হয়, জম্মু-কাশ্মীর এই মুহুর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে পাশে থাকাটা ভীষণ জরুরি।

চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠক ডাকার রীতি নিয়ে সরব হয় সিপিআইএম। তবে অ-বিজেপি জোটের খাতিরে সামিল হয়। জোটের আহ্বান মমতা করায় বাকিরা কমবেশি দূরত্ব রাখছে বলে খবর।

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ জানান, আমার সক্রিয় রাজনীতিতে অনেক কিছু বাকি রয়েছে। জম্মু-কাশ্মীরের জন্য এখনও অনেক কিছু করতে চাই। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মমতাদিকে যে উনি আমার নাম প্রস্তাব করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্যান্য নেতাদের, যারা আমাকে সমর্থন করেছেন।

Advertisements

উল্লেখ্য, ২৪ এর নির্বাচনের আগে রাষ্ট্রপতি নির্বাচন বিরোধীদের কাছে একজোট হওয়ার জন্য লিটমাস টেস্ট। অতি সহজে শাসক শিবিরকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে জয়লাভ করতে দিতে নারাজ বিরোধী শিবির। তাই বিরোধীদের পক্ষ থেকে এবার একজন প্রার্থীকে মনোনীত করার পরিকল্পনা করা হয়েছে। সেকারণেই দিল্লিতে বৈঠক ডাকা হয়েছিল।

সেদিনের বৈঠকে উপস্থিত ছিল ১৭ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানোর পরেও উপস্থিত হয়নি আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় কংগ্রেস, শিরোমণি আকালি দল এবং বিজু জনতা দল।

আগামী ২১ জুন বিরোধী শিবিরের তরফে আরও একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে চুড়ান্ত নাম ঘোষণা করা হবে।