Ramdev: রাম নবমীতে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারেন ‘ভুয়ো ওষুধের বিজ্ঞাপনদাতা’ রামদেব

yoga guru ramdev

ভুয়ো ওষুধের বিজ্ঞাপনের জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে (Ramdev) রামদেবকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তীব্র বিতর্কে  বাবা রামদেব। তিনি প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ। দেশ জুড়ে রাম নবমী পালনের বার্তা দিয়েছেন মোদী। আর এদিনই সুপ্রিম নির্দেশের পর রামভক্ত বাবা রামদেব প্রকাশ্যে ক্ষমা চাইতে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও তাঁকে সাতদিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

রোগ নিরাময়ের ভুয়ো দাবি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল পতঞ্জলী সংস্থা। সংস্থার দুই প্রধান বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট। শুনানিতে সুপ্রিম কোর্ট রামদেবকে বলেছে, আপনি এতটাও নির্দোষ নন যে আইন ভাঙার বিষয়টি বুঝতে পারেননি। এর আগে ২ এপ্রিল ক্ষমাপ্রার্থনার প্রথম হলফনামা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। ১০ এপ্রিল ফের খারিজ করে দ্বিতীয় হলফনামা। দুই বিচারপতি হিমা কোহলি এবং অহসানউদ্দিন আমানুল্লা কড়া ভৎর্সনা করেছেন উত্তরাখণ্ডের সরকারকেও। এ রাজ্যের বিজেপি সরকার রামদেবের ওষুধ-কে লাইসেন্স দিয়েছে।

   

মঙ্গলবার আদালতে হাজির ছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। বিচারপতিরা বলেছেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন আপনি। আপনি এর আগেও ক্ষতিকর কাজ করেছেন। আইন এবং আদালতের নির্দেশকে বারবার অমান্য করেছেন। আপনি এতই নির্দোষ নন যে লঙ্ঘন সম্পর্কে কিছু জানতেন না।

চিকিৎসক সংগঠন এবং বিজ্ঞানমনস্ক বিভিন্ন অংশ আপত্তি জানিয়েছিল। বিজ্ঞাপনে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং অ্যালোপ্যাথিকে অকেজো বলে প্রচার করেছিলেন রামদেব। নিজের পণ্যকে নিরাময়যোগ্য ওষুধ বলে প্রচারও চালিয়েছেন। তার কোনও প্রমাণ হাজির করতে পারেননি। এর আগে কেন্দ্রের আয়ুষ মন্ত্রকেরও কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। 

আদালতের নির্দেশের পর রামদেব বলেন, আমরা নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করছি। বেঠিক কাজ হয়েছিল। ভবিষ্যতে তা মনে থাকবে। প্রকাশ্যের বিজ্ঞাপন দিয়ে ভুল এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের জন্যও ক্ষমা চাইবে বলে জানিয়েছেন তিনি। আদালত এই প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছে। পরের শুনানি ২৩ এপ্রিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন