গোটা বিশ্বের মাথাব্যাথার কারণ চিন, কড়া বার্তা জয়শঙ্করের

বর্তমানে ভারত-চিন সম্পর্ক তলানিতে। সীমান্ত সমস্যা থেকে বিনিয়োগ বেজিংকে নিয়ে ভারতের মাথাব্যাথা বাড়ছেই। এমন অবস্থায় শনিবার চিনকে ভারতের ‘বিশেষ সমস্যা’ বলে ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস…

বর্তমানে ভারত-চিন সম্পর্ক তলানিতে। সীমান্ত সমস্যা থেকে বিনিয়োগ বেজিংকে নিয়ে ভারতের মাথাব্যাথা বাড়ছেই। এমন অবস্থায় শনিবার চিনকে ভারতের ‘বিশেষ সমস্যা’ বলে ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S.Jaishankar)। চিন (China) এমন একটা সমস্যা যার সঙ্গে ভারত একাই লড়ে যাচ্ছে নয়, গোটা বিশ্বের কাছেই চিন আজ গুরুতর এক মাথাব্যথার কারণ। জয়শঙ্করের (S.Jaishankar) মতে, চিনের (China) নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চিনের Alipay-Paypal শিশু! অনলাইন লেনদেনে বিশ্বের মধ্যে সেরা ভারতের UPI

এদিন ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, কয়েক দশক আগেও আন্তর্জাতিক মহল চিনের উৎপাদন কী, কতটা, নিয়ে মাথা ঘামাত না। কিন্তু, এখন সেটাই সকলের কাছে অভিযোগের বিষয় হয়ে উঠেছে। ফলে আমাদের কেবল একা নয়, এমন কোনও দেশ নেই যার সঙ্গে না চিনের সমস্যা নেই।

অজিতের প্রচারে ডাক পাননি মুখম্যন্ত্রী শিন্ডে, ভোটের মুখে বিজেপি জোটে ভাঙন

আমেরিকা থেকে ইউরোপ প্রতিটি দেশেই চিনকে নিয়ে চিন্তা বাড়ছে বলেও জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পাশাপাশি চিন থেকে ভারতে আসা বিদেশি বিনিয়োগ নিয়েও স্পষ্টত কড়া সুর শোনা গেল বিদেশমন্ত্রীর গলায়। তিনি বলেন, “বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চিন সম্পর্কে সাবধানতা অবলম্বনের উপর জোর দেন জয়শঙ্কর।

Advertisements

আরজি কর কাণ্ডে ‘নীরব’ হাইকমান্ড, তবুও পুলিশের ভূমিকায় সরব অধীর

তিনি বলেন, আমি বিনিয়োগপন্থী, উৎপাদন বৃদ্ধির পক্ষে। কিন্তু তাহলেও বলছি, কোথাও একটা ছাঁকনির প্রয়োজন আছে।” তাঁর এই ইঙ্গিত যে চিনের উদ্দেশ্যেই তা বুঝতে কারও সমস্যা হওয়ার কথা নয় বলেই জানিয়েছে কূটনৈতিকমহল।