ভারত থেকে মূর্তি পাচার ইস্যুতে বিস্ফোরক প্রধানমন্ত্রী

বিখ্যাত রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ ফের একবার ভোকাল ফর লোকালের বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে নির্বাচনী আবহে ফের বিরোধীদের এক হাত নিলেন।

তিনি মূর্তি পাচার প্রসঙ্গে বলেন, ‘অনেক প্রতিমা ভারত থেকে পাচার করা হয়েছিল, বিভিন্ন দেশে বিক্রি করা হয়েছিল। সেই মূর্তিগুলি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ছিল। ২০১৩ সাল পর্যন্ত, মাত্র ১৩ টি মূর্তি ফিরিয়ে আনা হয়েছিল তবে ২০১৪ সালের পরে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার মতো দেশগুলি থেকে ২০০ টিরও বেশি পূর্ববর্তী মূর্তি ফিরিয়ে এনেছিল।’

   

ভারত থেকে মূর্তি পাচার ইস্যুতে বিস্ফোরক প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘শিবরাত্রি, হোলি উৎসব এগিয়ে আসছে… আমি সবাইকে ‘ভোকাল ফর লোকাল’ মেনে চলার এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র কিনে উৎসব উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই উত্সবগুলি উত্সাহের সঙ্গে উদযাপন করুন তবে সতর্ক থাকতে ভুলবেন না।’

সাম্প্রতিক সময়ে তাঞ্জানিয়ার কিলি ও নিমা নামের দুই ভাইবোনের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়। বিভিন্ন হিন্দি সিনেমার গানে তাঁদের লিপ সিং করতে দেখা গেছে। এদিন মন কি বাত-এ প্রধানমন্ত্রী বলেন, ‘কিলি ও নিমার ভাই-বোন জুটির মতো, আমি সবাইকে, বিশেষ করে বিভিন্ন রাজ্যের বাচ্চাদের জনপ্রিয় গানগুলির লিপ-সিঙ্কিং ভিডিওগুলি (তাদের চেয়ে ভিন্ন রাজ্য থেকে) তৈরি করার জন্য অনুরোধ করছি। আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ পুনরায় সংজ্ঞায়িত করব এবং ভারতীয় ভাষাগুলিকে জনপ্রিয় করে তুলব।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন