পরিচারিকার ওপর অত্যাচারের অভিযোগে বহিস্কৃত বিজেপি নেত্রী গ্রেফতার

পরিচারিকার ওপর অত্যাচার চালানোর অভিযোগে সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে গ্রেফতার করল রাঁচি পুলিশ। জানা গিয়েছে, রাঁচি পুলিশ পরিচারিকাকে নির্যাতন করার জন্য সাসপেন্ডেড বিজেপি নেতা এবং প্রাক্তন আইএএস অফিসারের স্ত্রী সীমা পাত্রকে গ্রেফতার করেছে।

Advertisements

 

আরগোরা থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রাঁচি পুলিশ। সীমা পাত্রের বাড়িতে কাজ করা এই গৃহকর্মী গরম প্যান দিয়ে পুড়িয়ে মারার পর তার শরীরে কয়েকবার আঘাত করা হয়েছে বলে অভিযোগ। সুনীতা নামে ওই মহিলার দাঁতও লোহার রড দিয়ে ভেঙে দেওয়া হয়। তিনি নিজে থেকে দাঁড়াতে পারছিলেন না কারণ তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, খাবার এবং জল সরবরাহ করা অবধি বন্ধ করে দেওয়া হয় বলে খবর।

Advertisements

সুনীতা বর্তমানে রাঁচির রিমসে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকারের পার্সোনেল ডিপার্টমেন্টের এক অফিসারের তথ্যে রাঁচি পুলিশ গত ২২ আগস্ট রাঁচির অশোকনগরে বিজেপি নেতার বাসভবন থেকে তাঁকে মুক্তি দেয়। আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা সুনীতা গুমলার একটি গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর আগে অবসরপ্রাপ্ত আইএএস মহেশ্বর পাত্র ও বিজেপি নেত্রী সীমা পাত্রের বাড়িতে পরিচারিকার কাজ করতে নিয়ে আসা হয় তাঁকে। পরে মেয়ে বৎসলা পাত্রকে নিয়ে তাঁকে দিল্লি পাঠানো হয়। দিল্লি থেকে বদলি হয়ে যাওয়ার পর, সুনীতা সীমা পাত্রের বাড়িতে রাঁচিতে ফিরে আসেন। সেখানে কাজ করার সময় তাকে সবসময় হয়রানি করা হত এবং বাড়ি যাওয়ার অনুমতি চাইলে তাকে মারধর করে ঘরে আটকে রাখা হয়।