Exit Polls: গোয়ায় ক্ষমতাচ্যূত হতে পারে বিজেপি

দেশের পাঁচ রাজ্যের ভোটগ্রহণ পর্ব শেষ। আগামী ১০ মার্চ হবে ভোট গণনা। রাজনৈতিক দলগুলির হারা-জেতা নির্ধারণ করছে। সোমবার বিকেল থেকেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষা।…

দেশের পাঁচ রাজ্যের ভোটগ্রহণ পর্ব শেষ। আগামী ১০ মার্চ হবে ভোট গণনা। রাজনৈতিক দলগুলির হারা-জেতা নির্ধারণ করছে। সোমবার বিকেল থেকেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষা। সেখানেই বলা হল, গোয়ায় ক্ষমতা হারাতে পারে বিজেপি।

আরও পড়ুন: পাঞ্জাবে ফিরছে না কংগ্রেস

   

বিজেপি নেতৃত্ব দাবি করেছে তারা আবারও গোয়ায় ফিরে আসবে তবে সমীক্ষায় দেখা গেছে, ওই রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভা গঠন হতে পারে। ভোট শতাংশ বিচার করলে দেখা যায় বিজেপি পাবে ৩৬ শতাংশ, আপ ৭ শতাংশ, কংগ্রেস দলের ভাগ্যে আসতে পারে ২৮ শতাংশ। ওই রাজ্যে সরকার গঠন নিয়ে সমস্যায় পড়তে পারে বিজেপি।

Advertisements

আরও পড়ুন: সুকান্ত মজুমদারকে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা বিক্ষোভকারীদের

গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৭ সালে গোয়ায় ত্রিশঙ্কু বিধানসভা গঠন হয়েছিল। এরপর শিকেয় ছিঁড়েছিল বিজেপির ভাগ্য। এবার পরিস্থিতি কি হয় তা নিয়ে কৌতূহল বাড়ছে। এবারের নির্বাচনে গোয়ায় লড়াই করছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা বলছে, প্রথমবারের নিরিখে খারাপ ফল করবে না তৃণমূল। গোয়ায় ভোটে নাম তৈরি করে পরিচিতি পেতে কসুর বাকি রাখেনি তৃণমূল। গোয়ার বড় বড় নেতারা ওই দলে যোগ দিয়েছে। এখন তাকিয়ে থাকা ১০ তারিখের রেজাল্টের দিকে। কোন দল ক্ষমতায় আসে জানা যাবে এই সপ্তাহেই।