Karnataka: প্রশাসনের নির্দেশে বিয়ে বন্ধ, রাগে নাবালিকা বাগদত্তার শিরচ্ছেদ প্রেমিকের

Engagement Stopped By Authorities Karnataka Man Beheads Minor Fiancee

দীর্ঘ দিনের প্রেম। ঠিক ছিল মেয়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার পরই চার হাত এক করা হবে। ধুমধাম করে বিয়ের আসর বসবে। সেই মতই সব এগোচ্ছিল। বিয়ের দিনও পাকা হয়। স্থির হয় কর্ণাটকের (Karnataka) মেদিকেরিতে বৃহস্পতিবার বিয়ে হবে ১৬ বছরের পাত্রীর সঙ্গে বছর ৩২-এর প্রকাশের। ইতিমধ্যেই পরীক্ষার ফলও বেরিয়েছে। ভালবাবেই উত্তীর্ণ হয়েছে মেয়েটি। যা বিয়ের আসরে বাড়ি উন্মাদনা যোগ করেছিল।

Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?

   

কিন্তু, মেয়ের বয়স তো মাত্র ১৬। এই বিয়ে তো আইন বিরুদ্ধ। বিয়ের খবর কোনও এক সূত্রে পৌঁছে যায় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে। এরপর থেকেই বিপত্তির শুরু। কমিশনের সদস্যরা হাজির হয় বিয়ের আসরে। কনে নাবালিকা হওয়ায় মেয়ের পরিবারকে এই বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় কমিশন। যা মেনে নিয়েছিল কনের বাড়ির লোকেরা।

Sisir Adhikari: ‘তৃণমূল দলটা করে…’, ছেলের হয়ে প্রচারে নেমে বোমা ফাটালেন শিশির!

এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পরই বাগদত্তার বাড়িতে হাজির হয় প্রেমিক প্রকাশ। কনের বাব-মাকে যাচ্ছেতাই বলে অপমান করে সে। এরপরই খোঁজ করে প্রেমিকার। পুলিশের দাবি, প্রেমিক প্রকাশ ঘর থেকে নাবালিকা প্রেমিকাকে টেনে হিঁচড়ে বার করে আনে। এরপরই তাঁর শিরচ্ছেদ করে। তখন সকলেই হকচকিয়ে যায়। মুহূর্তের মধ্যে অভিযুক্ত প্রকাশও বেপাত্তা হয়ে যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে প্রকাশের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন