Enforcement Directorate: একদিনে জোড়া ধাক্কা কেজরিওয়ালের, ইডির নোটিশে কি গ্রেফতারির হুঁশিয়ারি

      আর্থিক দুর্নীতির তদন্তে আবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একই দিনে জোড়া ধাক্কা খেল আপ সরকার। দিল্লি জল বোর্ডের আর্থিক…

Delhi CM Arvind Kejriwal

short-samachar

 

   

আর্থিক দুর্নীতির তদন্তে আবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একই দিনে জোড়া ধাক্কা খেল আপ সরকার। দিল্লি জল বোর্ডের আর্থিক তছরুপের ঘটনায় রবিবার কেজরিওয়াকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, আগামী ১৮ মার্চ তাঁকে শশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাজিরার সমন শনিবার জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি নিয়ে এইটি দ্বিতীয় মামলা যেখানে আপ সুপ্রিমোকে তলব করা হয়েছে।

যদিও দিল্লির মন্ত্রী অতশী মারলেনা এই ঘটনার বিষয়ে বলেন ইডি মিথ্যে মামলা রজু করেছে। প্রসঙ্গত রবিবার সকালে দিল্লি আবগারি নীতি ২০২১-২২ মামলায় অনিয়ম সম্পর্কিত আর্থিক তছরুপের তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন জারি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মুখ্যমন্ত্রীকে আগামী ২১ মার্চ আসতে বলা হয়েছে।