মদের টাকা কোথায় গেল? কেজরির ঘুম কাড়ছে ED

ফের অস্বস্তিতে দিল্লির ক্ষমতাসীন সরকার আম আদমি পার্টি। জানা গিয়েছে, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দিল্লির আবগারি নীতি সম্পর্কিত ভারত জুড়ে ৪০ টি স্থানে তল্লাশি চালিয়েছে।

সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে যে মদের ব্যবসায়ের মালিকরা এএপিকে নগদ ১০০ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছে এবং দলটি গোয়া বা পাঞ্জাবে তাদের নির্বাচনের তহবিলের জন্য এই অর্থ ব্যবহার করেছে। রাজধানীতে বিজেপি এবং ক্ষমতাসীন আম আদমি পার্টির মধ্যে রাজনৈতিক অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে মদের নীতি মামলা হয়েছে।

   

লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এর আগে এই বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। তাঁর সুপারিশ মেনেই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। তদন্তকারী সংস্থার রাডারে থাকা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতেও তল্লাশি চালানো হয়। আপ অবশ্য বারবার কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে তদন্ত সংস্থার অপব্যবহারের অভিযোগ করে আসছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন