Enforcement Directorate: মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে বাংলা সহ ১৫ জায়গায় ইডির হানা!

Enforcement Directorate

মহাদেব অ্যাপ (Mahadev App) নিয়ে ফের আসরে নামল ইডি (Enforcement Directorate)। মহাদেব অনলাইন গেমিং অ্যাপ নিয়ে দেশের প্রায় ১৫ টি জায়গায় অভিযান ইডির। মুম্বই, পশ্চিমবঙ্গ, দিল্লির বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অভিযান ইডির।

Advertisements

এই অভিযান সদ্য অ্যাপের প্রমোটার সৌরভ চন্দ্রকর ও রবি উপ্পলের ঘনিষ্ঠ নীতীশ দিওয়ানের গ্রেফতারির পরই শুরু হয়েছে। এই অ্যাপকে ঘিরে যে আর্থিক তছরুপের অভিযাগ উঠেছে তার তদন্তেই ইডির এই বিশেষ অভিযান। ইডির দাবি, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ যুক্ত রয়েছেন। একাধিক আমলা ও রাজনৈতিক নেতারও নাম জড়িয়ে গিয়েছে। এই মামলায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করেছে ইডি।

   
Advertisements

ইডির দাবি, ছত্তিশগড় থেকেই এই আর্থিক তছরুপের প্রধান মাস্টারমাইন্ড রয়েছে। ছত্তিশগড় থেকে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের নামও আছে তালিকায়। বেশ কয়েকজন প্রোমোটার রয়েছেন যারা এই অ্যাপের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিদের এই ঘটনায় সমন পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ইডি দুটি চার্জশিট দাখিল করেছে। এই ঘটনায় মোট ৬ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ইডি।