চারিদিকে শত্রু: ভোট আবহে লালু-পুত্রের প্রাণনাশের আশঙ্কা?

পাটনা: মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে চাঞ্চল্যকর দাবী করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (lalu Prasad Yadav) জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। দল এবং পরিবার-চ্যুত হয়ে ২০২৫ বিধানসভা নির্বাচনে নিজের হাতে গড়া জনশক্তি জনতা দলের হয়ে মহুয়া আসন থেকেই লড়ছেন তেজ প্রতাপ যাদব।

Advertisements

নির্বাচন আবহে ‘শত্রু পরিমণ্ডিত’ হয়ে আছেন বলে দাবী করলেন তিনি। রবিবার তেজস্বীর দাদা তেজ প্রতাপ জানান, তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় নিরাপত্তারক্ষীও বাড়ানো হয়েছে বলে জানান তেজ প্রতাপ। ‘শত্রুদের’ পরিচয় না জানালেও লালু-পুত্র বলেন, “শত্রুরা আমাকে মেরে ফেলতেও পারে। সবাই শত্রুর মতো মনে হচ্ছে”।

   

পাশাপাশি, এদিন ভাই তেজস্বী যাদবকে জন্মদিনের শুভকামনাও জানান তেজ প্রতাপ। তিনি বলেন, “আমার আশীর্বাদ সবসময় ওর সাথে আছে। ও যেন আরও বড় হয়।” প্রসঙ্গত, গত ২৫ মে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছেন স্বীকার করার পর আরজেডি থেকে ৬ মাসের জন্য বহিষ্কৃত হন তেজ প্রতাপ (Tej Pratap Yadav)।

Advertisements

পরে অবশ্য সমাজমাধ্যমের পোস্টটি মুছে দিয়ে তেজ প্রতাপ দাবী করেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এরপর “দায়িত্বজ্ঞানহীন আচরণ”-এর জন্য জ্যেষ্ঠ পুত্রকে ত্যাজ্য করেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। দল এবং পরিবার-চ্যুত হওয়ার পর তেজ প্রদাপ অভিযোগ করেন, তেজস্বী ও তাঁর মধ্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।