America’s Tariff: ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধের অবসান? আজ রাতেই দেশে আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

নয়াদিল্লি: ২৭ আগস্ট থেকে চলা ভারত-আমেরিকার শুল্ক (Tariff) নিয়ে চাপানউতোর সম্ভবত শেষ হতে চলেছে। সম্প্রতি ভারতের উপর চাপানো চড়া শুল্ক নিয়ে সুর নরম করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। ভারত এবং নরেন্দ্র মোদীকে “আমেরিকার বরাবরের বন্ধু” বলেও উল্লেখ করেছেন তিনি। এবার শুল্ক নিয়ে দু-পক্ষের সমঝোতা করতে সোমবার রাতেই দিল্লিতে আসছেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান।

Advertisements

ধারণা করা হচ্ছে মঙ্গলবার থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি শুরু হতে পারে। জানা গিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ (Brendan Lynch) ভারতের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তির আলোচনা করবেন।

রাশিয়ান অপরিশোধিত তেল কেনার “শাস্তি” হিসেবে ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে সম্পর্কের তিক্ততা সত্ত্বেও ভারত এবং আমেরিকার মধ্যে সাপ্তাহিক ভিত্তিতে বাণিজ্য, মন্ত্রী এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগরওয়াল সংক্ষেপে জানিয়েছেন যে ভারত ও আমেরিকা দ্রুত বাণিজ্য আলোচনায় বসবে। সেইসঙ্গে ব্রেন্ডন লিঞ্চ একদিনের জন্য নয়াদিল্লি সফরে আসছেন বলেও জানান তিনি।

Advertisements

মার্কিন বাণিজ্যসচিবের হুমকি

উল্লেখ্য, রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে কোনোরকম বাণিজ্যিক বৈঠক হবে না বলে সম্প্রতি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুৎনিক (Howard Lutnick)। সেইসঙ্গে তিনি বলেছিলেন, “আগামী দুই মাসের মধ্যে ভারত আমেরিকার কাছে ক্ষমা চাইবে এবং ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন যে ভারতের সঙ্গে বাণিজ্যিক বৈঠকে বসা যায় কি না”।