রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি, শহীদ ২ সেনা জওয়ানও

উৎসবের আবহে নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে (Encounter) কেঁপে উঠেছে কাশ্মীর ঘাঁটি। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় অভিযান করতে দেখা গেছে।…

উৎসবের আবহে নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে (Encounter) কেঁপে উঠেছে কাশ্মীর ঘাঁটি। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় অভিযান করতে দেখা গেছে। উপত্যকা থেকে সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার করা ভারতীয় সেনাবাহিনী স্থানীয় পুলিশের পাশাপাশি তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে। জানা গিয়েছে, কুলগামের দু’টি জায়গায় এই এনকাউন্টার হয়, যাতে সেনা দারুণ সাফল্য পায়।

এই এনকাউন্টারে ৪ জঙ্গিকে নিকেশ করেছে সেনা বাহিনী। যদিও ভারত মাতার জীবন রক্ষা করতে গিয়ে ২ সেনা জওয়ান জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন বলে খবর। এদিকে এই ঘটনার কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও আজ রবিবার সকাল থেকে অ্যাকশন মুডে রয়েছে সেনা। কুলগামে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে সকাল সকাল।

   

আধিকারিকরা জানিয়েছেন, কুলগামের ফ্রিসাল চিন্নিগাম এলাকায় ঘিরে ফেলা ও তল্লাশি অভিযান শুরু হলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, এনকাউন্টারে এখনও পর্যন্ত চার জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের ড্রোন ফুটেজে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেলেও গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কাশ্মীর পুলিশের আইজি ভি কে সিং ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনা জানিয়েছে, অভিযান চলবে। সংঘর্ষস্থলটি শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাছে নয়, জেলার অভ্যন্তরে বলে জানানো হয়েছে। এর আগে কুলগাম জেলার মোদেরগাম গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। তিনি বলেন, এনকাউন্টারে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।