কাশ্মীরে এনকাউন্টারে নিহত জঙ্গি, আহত ২ জওয়ান

সপ্তাহের গোড়ার দিকে ফের একবার সেনা জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল কাশ্মীর (Kashmir) উপত্যকা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে। এদিকে, এনকাউন্টারের সময় নিরাপত্তা বাহিনী এক জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী বলে খবর।

সূত্রের খবর, গুলি চালানোর সময় দুই জওয়ানও আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। দুই জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে, এমন খবর পেয়েই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বারামুলা জেলার কারেরি এলাকায় ওয়ানিগাম বালা-তে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া যায় ৷ এরপরই নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ৷

   

জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, তল্লাশি অভিযানের সময় সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, এরপর পাল্টা গুলিতে এক জঙ্গিকেও খতম করেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, স্থানীয় ও এক পাকিস্তানি সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন