Uttarkashi: উত্তরকাশীর ধসে চাপা শ্রমিকদের উদ্ধারে বিকল্প পথ তৈরি

যত সময় যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ।উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। পার হয়েছে ১৭০ ঘন্টা। সুড়ঙ্গে পুনরায় ধস…

Uttarkashi: উত্তরকাশীর ধসে চাপা শ্রমিকদের উদ্ধারে বিকল্প পথ তৈরি

যত সময় যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ।উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। পার হয়েছে ১৭০ ঘন্টা। সুড়ঙ্গে পুনরায় ধস নামায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও নতুন করে শুরু হয়েছে খননকার্য।এবার শ্রমিকদের সুড়ঙ্গের ছাদ খুঁড়ে বের করে আনার চেষ্টা চলছে। তাতে আরও ৪-৫ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। ফলে সুড়ঙ্গে আটকে পরা শ্রমিকদের আত্মীয়দের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে জানিয়েছেন, উদ্ধার কাজে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। কিন্তু ঈশ্বর যদি দয়ালু হন, তবে এর আগেও তা ঘটতে পারে। উদ্ধারকারী দলের কর্মকর্তারাও আশাবাদী যে সীমান্ত সড়ক সংস্থা (BRO) রবিবার বিকেলের মধ্যে সিল্কিয়ারা টানেলের জন্য একটি নতুন রাস্তা তৈরির কাজ শেষ করবে।

শুক্রবার আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্স, যিনি উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য যোগাযোগ করেন। তিনি বর্তমানে অনসাইট দলকে সহায়তা করার জন্য ভারতে আসছেন। ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলতে গিয়ে এই বিশেষজ্ঞ আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) কর্মকর্তাদের একটি দল এবং ঘটনাস্থলে থাকা বিশেষজ্ঞদের একটি দল ৪১ জনকে উদ্ধারের জন্য একটির পরিবর্তে পাঁচটি পরিকল্পনা নিয়ে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার থেকে খনন কাজ পুনরায় শুরু হলেও কর্মকর্তারা মনে করছেন, শুধু একটি পরিকল্পনা নিয়ে কাজ না করে আটকে পড়া শ্রমিকদের কাছে যত দ্রুত সম্ভব পৌঁছানোর জন্য একই সঙ্গে পাঁচটি পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত।এদিকে, আটকে পড়া ব্যক্তিদের সহকর্মীরা সুড়ঙ্গ ধসের জন্য নির্মাণ সংস্থাকে দোষারোপ করে বিলম্বিত উদ্ধার অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

Advertisements

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রবিবার সকাল ১১টায় সিল্কিয়ারা টানেল এলাকা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোর সাড়ে ৫টায় সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়ার পর এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে। শুক্রবার বিকালে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের তৈরি বার্মা মেশিন, যা ধ্বংসাবশেষ খনন এবং শ্রমিকদের বের করে আনার পথ তৈরি করার জন্য পাইপ ঢোকানোর জন্য ব্যবহৃত হচ্ছিল, একটি সমস্যার মুখোমুখি হয়েছিল বলে জানা গেছে। তবে কর্মকর্তারা মেশিনে কোনো সমস্যা থাকার কথা অস্বীকার করেছেন।