
জাতি সংঘর্ষে বিপর্যস্ত মনিপুরে (Manipur) এবার উদ্ধার হল এলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্কের (Starlink) স্যাটেলাইট। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মনিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১৩ ডিসেম্বর চুরাচাঁদপুর, চান্দেল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপি জেলার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে স্টারলিঙ্ক ইন্টারনেট ডিভাইস!
চিনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে বেজিংয়ে ডোভাল
এরপরেই মাথায় হাত পড়েছে নিরাপত্তাবাহিনীর। কারণ, ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের বানানো ওই যন্ত্রটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বিশ্বের যে কোনও জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে পারে। ফলে জঙ্গিগোষ্ঠীরা ওই যন্ত্রের নাগাল পেয়ে গেলে তাদের পক্ষে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা আরও সহজ হয়ে যাবে।
খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলনও! তাঁর দাবি, এরকম কিছু হতে পারে না। ভারতের জঙ্গিগোষ্ঠীগুলির কাছে ওই যন্ত্র থাকা সম্ভব নয়। কারণ, ভারতের ওপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া, ভারতে ওই যন্ত্র ব্যবহার করার সরকারি অনুমোদনও নেই। নিরাপত্তাজনিত কারণে ভারত স্টারলিঙ্ক সহ অন্যান্য দেশের বেসরকারি স্যাটেলাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সেই দিক থেকে দেখলে স্টারলিঙ্কের স্যালেটাইটের উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
‘এক দেশ এক ভোট’ পাশের সময় সংসদে গরহাজির, সাংসদদের নোটিশ পাঠাবে বিজেপি
মূলত স্টারলিঙ্ক সেই সমস্ত দেশে বা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। অথবা কোনও কারণে বিপর্যস্ত। একে স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলশন বা ‘এসআইসি’ বলা হয়ে থাকে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০০০ কিমি ওপরেই এই স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যারফলে অন্যান্য কনভেনশনাল স্যাটেলাইটের থেকে অনেক বেশি স্বচ্ছ ছবি তুলে ধরতে ও পাঠাতে সক্ষম। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এই স্টারলিঙ্ক দিয়ে মদত দিয়েছিল এলন মাস্ক। এছাড়াও সুদানের গৃহযুদ্ধেও ব্যবহার করা হয়েছিল স্টারলিঙ্ক স্যাটেলাইট। ওই স্যাটেলাইট দিয়েই রাশিয়ার একাধিক শহরে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনা।
Bangladesh News: বাংলাদেশে দুই ইসলামি ধর্ম প্রচারক ভক্তদের সংঘর্ষ, ঢাকায় নিহত একাধিক
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাতে যথেষ্ট বিনিয়োগ করেছেন এলন মাস্ক । তিনি শুধু প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন করেননি, বিপুল পরিমাণ অনুদানও দিয়েছেন। ট্রাম্পের জয়ের আনন্দের পর ভারত থেকে সুখবর এসেছে জন্য। স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিঙ্কের মালিক মাস্ক ভারতেও তার পরিষেবা আনতে চান। ভারত সরকার তাদের জন্যও দরজা খুলে দেবে বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হওয়ার আগেই এমন অপ্রত্যাশিত আগমন মোটেই ভালো ভাবে দেখছে না নয়াদিল্লি। বিশেষজ্ঞমহলের মতে, ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বজুড়ে সক্রিয়তা বাড়বে এলন মাস্কের। যার প্রভাব পড়বে ভারতেও।










