Lok Sabha Election 2024: নতুন রেকর্ড গড়ল ২০২৪ সালের লোকসভা নির্বাচন, জানুন কী?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। গোটা দেশের ১০০টিরও বেশি আসনে ভোট হবে সেদিন। ইতিমধ্যেই দেশজুড়ে জোরকদমে…

Lok Sabha Election

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। গোটা দেশের ১০০টিরও বেশি আসনে ভোট হবে সেদিন। ইতিমধ্যেই দেশজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী বিধি মানা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করল কমিশন। তারা জানিয়েছে, গোটা দেশে মোট ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এই টাকার পরিমাণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাজেয়াপ্ত মোট টাকার তুলনায় বেশি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। একটি প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোট প্রক্রিয়া চলাকালীন দেশে রেকর্ড সংখ্যক অর্থ বাজেয়াপ্ত হয়েছে। ৭৫ বছরের লোকসভা নির্বাচনের ইতিহাসে এটা রেকর্ড। কমিশন আরও জানিয়েছে, ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিস্টিক্স সারভিলেন্স টিম, ভিডিয়ো টিম এবং সীমান্ত চেকপোস্টগুলি সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করার কাজও তারাই করছে।

   

লোকসভা ভোট ঘোষণার সময়ই কমিশন জানিয়েছিল, পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বা কমিশনের ভাষায় 4M (Muscles, Money, Misinformation, MCC Violations-এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তারা। সেই প্রক্রিয়া এখনও কার্যকর রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটারদের মধ্যে নগদ অর্থ, মাদক দ্রব্য এবং মদ যাতে বিলি না করা হয়, সেই দিকে কড়া নজর রাখা হচ্ছে। একই সঙ্গে ভোটারদের প্রভাবিত করতে অন্য কোনও জিনিস যাতে না বিতরণ করা হয়, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন আধিকারিকরা।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।

আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ভোট ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটাররা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তাঁদের বুথে যাওয়ার প্রয়োজন নেই। তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ে পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে।