আচমকা ভোটের (Vote) রেজাল্টের দিনক্ষণ বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরও এগিয়ে আনা হল ভোটের রেজাল্টের দিনক্ষণ।
জানা গিয়েছে, এবার নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের গণনার সময়সূচি ৪ জুন থেকে পরিবর্তন করে ২ জুন করেছে। প্রসঙ্গত, দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। এ অবস্থায় ২ জুনের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে। সে কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন ভোট গণনার দিন ৪ জুন ঠিক করেছিল, তা বদল করা হয়েছে। ভোট গণনা হবে ২ জুন।
নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ২ জুন। এর পরিপ্রেক্ষিতে, কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের রাজ্য বিধানসভার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সম্পর্কিত সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।”
Election Commission of India changes the counting schedule of Arunachal Pradesh and Sikkim from June 4 to June 2. pic.twitter.com/t53RwnCth5
— ANI (@ANI) March 17, 2024