Loksabha Election 2024: ‘৮৫ উর্দ্ধদের বাড়িতেই ভোট’, নজিরবিহীন ঘোষণা নির্বাচন কমিশনের

১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছেন কমিশনার রাজীব কুমার। দেশে জুড়ে বেজে গেলো লোকসভা ভোটের বাজনা। এই ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ৮৫ ঊর্দ্ধদের…

Loksabha Election 2024: '৮৫ উর্দ্ধদের বাড়িতেই ভোট', নজিরবিহীন ঘোষণা নির্বাচন কমিশনের

১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছেন কমিশনার রাজীব কুমার। দেশে জুড়ে বেজে গেলো লোকসভা ভোটের বাজনা। এই ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ৮৫ ঊর্দ্ধদের বুথে আসার প্রয়োজন নেই, জানিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশনের দাবি, ৮৫ উর্দ্ধেদের বাড়িতে গিয়ে ভোট করবেন ভোট কর্মীরা ‘। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষমদের জন্য একই ব্যাবস্থা করা হয়েছে বলেও জানান কমিশনার রাজীব কুমার। বুথে আস্তে না চাইলে বাড়িতেই ভোট দিতে পারবেন তারা। রাজীব কুমারী দাবি, জল, ‘জঙ্গল কিংবা মরুভূমি, হেলিকপ্টারে করে হলেও আমরা যাব। ‘ দেশে প্রথম এরকম ব্যাবস্থা বলেও এদিন দাবি করেন রাজীব কুমার।

এবারের লোকসভায় ৮৫ উর্দ্ধ ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ। কাজেই তাদের জন্য এই নজিরবিহীন ব্যাবস্থা ভোটে অনেকটাই ফলপ্রসূ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisements