Loksabha Election 2024: লক্ষ্য সন্ত্রাসমুক্ত ভোট, সমস্যায় পড়লেই ফোন করুন নির্বাচন কমিশনের দেওয়া নম্বরে

অপেক্ষার অবসান, আজ শনিবার ১৮তম লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আজ থেকেই চালু হল আদর্শ আচরণ বিধি।…

অপেক্ষার অবসান, আজ শনিবার ১৮তম লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আজ থেকেই চালু হল আদর্শ আচরণ বিধি।

রাজীব কুমার বলেন, ‘দেশের সমস্ত ভোটারকে ভোট দেওয়ার আবেদন করা হচ্ছে। গোটা দেশে এবার মোট ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। রাজ্যগুলিতে ভোট হিংসা কমানো গিয়েছে। এবারে ভোট কেন্দ্রের সংখ্যা ১০.৫ লক্ষ। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লক্ষ। ভোটের জন্য ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত বাহিনী দেওয়া হবে। সন্ত্রাসের কোনো জায়গা নেই। নির্বাচনে রক্তপাত ও হিংসার কোনো স্থান নেই। অর্থের অপব্যবহার রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনওরকম সমস্যা হলে ১৯৫০ নম্বরে অভিযোগ জানানো যাবে, ১০০ মিনিটে ব্যবস্থা নেওয়া হবে।’  

   

নির্বাচন কমিশনার আরও জানান, ‘ভোট ঘোষণার পর দানছত্র চলবে না। সসন্ত্রাসমুক্ত ভোট করাতে ব্যবস্থা নিতে হবে ডিএম, এসপিদের।’