Home Bharat ভোটের আগে নাটক কেন? ২ বছর কোথায় ছিল ইডি? সুপ্রিম কোর্টে পাল্টা...

ভোটের আগে নাটক কেন? ২ বছর কোথায় ছিল ইডি? সুপ্রিম কোর্টে পাল্টা মমতা

আইপ্যাক (I-PAC) তল্লাশি মামলায় ইডির ‘মবতন্ত্র’ এবং ‘নথি চুরি’র মারাত্মক অভিযোগের মুখে সুপ্রিম কোর্টে পাল্টায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানির সময় তিনি সরাসরি ইডির তল্লাশির সময় এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। সিব্বলের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisements

ভোটের আগে ‘পক্ষপাত’ তৈরির চেষ্টা!

সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, যে ঘটনার তদন্তের কথা ইডি বলছে, তার জন্য কেন দু-বছর অপেক্ষা করতে হলো? তাঁর বক্তব্য, “আমরা যা ঘটছে তাতে অত্যন্ত বিরক্ত। ইডি বাংলায় আসার জন্য কেন দুই বছর সময় নিল? ভোটের ঠিক আগে এভাবে তল্লাশি চালিয়ে মানুষের মনে একটি বিশেষ ধারণা বা পক্ষপাত (Prejudice) তৈরির চেষ্টা করা হচ্ছে।”

   

মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ‘স্বাভাবিক’ দাবি ED waited for 2 years

ইডির তরফে মুখ্যমন্ত্রীকে যেভাবে নথিপত্র চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে, তার জবাবে সিব্বল আদালতকে ঘটনার সময়পঞ্জি মনে করিয়ে দেন। তিনি জানান, গত ৮ জানুয়ারি ইডি যখন তল্লাশি চালাচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী সেখানে দুপুর ১২টায় পৌঁছান এবং ১২টা ১৫ মিনিটে প্রাঙ্গণ ত্যাগ করেন। সিব্বলের দাবি, মুখ্যমন্ত্রী মাত্র ১৫ মিনিটের জন্য সেখানে ছিলেন এবং ইডির কাজকর্মে ব্যাঘাত ঘটানোর কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। উল্টে তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে, তাকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি।

তৃণমূলের পাল্টা কৌশল

তৃণমূল শিবিরের দাবি, ইডি আসলে কোনো কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে নয়, বরং আইপ্যাকের অফিসে ঢুকে ভোটের নির্বাচনী কৌশল ও ডেটা হাতিয়ে নিতে চেয়েছিল। কপিল সিব্বলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ শীর্ষ আদালতে স্পষ্ট করে দিল যে, তাঁরা এই মামলাকে রাজনৈতিক লড়াই হিসেবেই দেখছেন এবং কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপকে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

Advertisements