National Herald: ইডি ডাকতেই সোনিয়া গান্ধী আইসোলেশনে ঢুকলেন

Sonia Gandhi corona

কখনও কখনও করোনা হয় রক্ষাকারী! এমনই কটাক্ষ চলছে রাজধানীতে। ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় আর্থিক তছরুপের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) তলব করেছে ইডি (ED)। সেই তলবের পর হঠাত করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া! নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।

Advertisements

রাজধানী সরগরম। সোনিয়া গান্ধীর আইসোলেশন নিয়ে। কারণ, তিনি যে করোনা আক্রান্ত তার ইঙ্গিত গত কয়েকদিনে ছিল না। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত৷ তাঁর শরীরের মৃদু সংক্রমণ। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি৷

ন্যাশনাল হেরাল্ডের ২০০০ কোটি টাকার সম্পত্তি তছরুপের অভিযোগ রয়েছে গান্ধী পরিবারের বিরুদ্ধে।সেই মামলাতেই রাহুল এবং সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। তবে দুই জনই হাজিরা দেবেন বলে জানান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বিদেশে থাকার কারণে এদিন ইডির হাজিরা দিচ্ছেন না রাহুল। তাঁর মায়ের হলো করোনা!

Advertisements

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরূপের অভিযোগেই সনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে ইডি৷ দু’ জনের বয়ান রেকর্ড করা হবে।