আবগারি নীতিকাণ্ডে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ইডি (ED)। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। আদালতে শুনানির সময় ইডি জানায়, ‘আবগারি নীতি মামলায় কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে।’
ইডির বক্তব্য, ‘কেজরিওয়াল অনেক বড় বড় উকিলকে নিয়োগ করেছেন, সাধারণ মানুষ কি এটা করতে পারে? উনি আইনের উর্ধ্বে নন।’ আদালতে ইডি জানায়, ‘অরবিন্দ কেজরিওয়াল এখনও মোবাইলের পাসওয়ার্ড দেননি। যার কারণে আমরা ডিজিটাল ডেটা টেস্ট করতে পারিনি।’
কেজরিওয়ালের তরফে বর্ষীয়ান আইনজীবী মোহিত মাথুর বলেন, ‘আমরা রিমান্ডের বিরোধিতা করছি না, ইডি কেজরিওয়ালকে যত দিন খুশি রাখতে পারে।’ সিনিয়র অ্যাডভোকেট রমেশ গুপ্ত বলেছেন, ৫৫ কোটি টাকারও তদন্ত হওয়া উচিত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের উপর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আদেশ স্থগিত রেখেছে। দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী রমেশ গুপ্তা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল আজ আদালতে স্বীকার করেছেন যে তিনি হেফাজতে থাকতে প্রস্তুত এবং তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।”
“It’s being alleged that there it was a Rs 100 cr scam…Justice Sanjiv Khanna said that the money trail is not yet traced…The motive of ED is to crush the Aam Aadmi Party,” submits Delhi CM Arvind Kejriwal before Rouse Avenue Court during his ED remand hearing.
(file photo) pic.twitter.com/H93XwHpLII
— ANI (@ANI) March 28, 2024