Anubrata Mondal: সময়ের আগেই দিল্লিতে পৌঁছলেন ‘বীর’ ভূমি-পুত্র কেষ্টা

বিমানের শেষের সারিতে বসেছিলেন কেষ্ট। তাঁর ছবি তুলতে ব্যস্ত ছিলেন সকলেই৷ প্রথম দিকে মুখ লুকানোর চেষ্টা করেছিলেন। একইসঙ্গে কেষ্টর জন্য বিমানে ফোমের বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল৷ সূত্রের খবর, আগে ঠিক ছিল বিকালের বিমানেই দিল্লি যাবেন কেষ্ট। কিন্তু ফিসচুলার সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শে আরামদায়ক বিমানের আসনে টিকিট কাটা হয় বলে জানা গিয়েছে।

129
Anubrata Mondal
Advertisements

সাত সকালে আসানসোল আদালত থেকে রওনা দিয়েছিলেন৷ প্রায় ১২ ঘন্টার মাথায় দিল্লিতে পৌঁছলেন কেষ্টা (Anubrata Mondal)৷ ৯ টা ১৫ নাগাদ বিমান অবতরন করার কথা ছিল। কিন্তু সময়ের আগেই অবতরণ করল। আজ আদালতে পেশ করা হবে না কেষ্টকে৷ তবে দিল্লি উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কেষ্টকে৷

জানা গেছে, বিমানের শেষের সারিতে বসেছিলেন কেষ্ট। তাঁর ছবি তুলতে ব্যস্ত ছিলেন সকলেই৷ প্রথম দিকে মুখ লুকানোর চেষ্টা করেছিলেন। একইসঙ্গে কেষ্টর জন্য বিমানে ফোমের বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল৷ সূত্রের খবর, আগে ঠিক ছিল বিকালের বিমানেই দিল্লি যাবেন কেষ্ট। কিন্তু ফিসচুলার সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শে আরামদায়ক বিমানের আসনে টিকিট কাটা হয় বলে জানা গিয়েছে।

Advertisements

অনুব্রতর সঙ্গে রয়েছেন ইডির কর্তারা৷ উপস্থিত হয়েছেন এক চিকিৎসক৷ দিল্লিতে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার পরেই তাঁকে আদালতে পেশ করা হবে আগামীকাল৷ আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে বের করা হবে কেষ্টকে৷

Advertisements

এদিন দিল্লি যাত্রার আগে শ্বাসকষ্ট হয় অনুব্রতর। কলকাতার বিমানবন্দরে মুখে ইনহেলার নিতে দেখা যায় তাঁকে। এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। বিমান যাত্রার পর আরও একবার স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে তিনি ফিট কি না।

Advertisements