ED Operation: মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ি থেকে উদ্ধার প্রায় দশ কোটি টাকা

সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট। তার আগেই অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। আসন্ন ভোটকে ঘিরে যখন তপ্ত রাজ্য রাজনীতি ঠিক তখনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং…

ED Operation: মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ি থেকে উদ্ধার প্রায় দশ কোটি টাকা

সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট। তার আগেই অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। আসন্ন ভোটকে ঘিরে যখন তপ্ত রাজ্য রাজনীতি ঠিক তখনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং এবং তার সহযোগী সন্দীপ কুমারের বাসভবনে তল্লাশির সময়ে উদ্ধার হল কোটি কোটি টাকা। এই তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, প্রায় ৬ কোটি টাকারও বেশি মূল্যের কিছু সম্পত্তি সম্পর্কিত নথি এবং ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে।

সূত্র বলছে, ভুপিন্দরের বাড়ি থেকে প্রায় ৪ কোটি টাকা এবং কুমারের বাড়িতে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে।

ভোটমুখী পাঞ্জাব জুড়ে আরও অন্তত দশটি জায়গা জুড়ে এই তল্লাশি অভিযান চালাবে ইডি বলে খবর। অবৈধ বালি খনন মামলায় মোহালিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানির বাড়িতে অভিযান চালায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এটা জেনে খুব খারাপ লাগছে যে অবৈধ বালি খননের মামলায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির আত্মীয়ের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।”

Advertisements

 

এদিকে চলমান অবৈধ বালি খনন চক্র সম্পর্কে কেজরীবাল বেশ কয়েকবার টুইট করেছিলেন। তিনি টুইট করে বলেন যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি এটি বন্ধ করার জন্য কিছু করছেন না। প্রসঙ্গত আগামী ২০ ফেব্রুয়ারি ১১৭টি আসনে বিধানসভা ভোট হবে। এর আগে এই ভোট হওয়ার কথা ছিল ১৬ ফেব্রুয়ারি, কিন্তু গুরুদাস রবি জয়ন্তী হওয়ার কারণে এই ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।