HomeBharatএকযোগে ১৫ স্থানে অভিযান, অবৈধ তহবিলের হদিশ পেল ইডি

একযোগে ১৫ স্থানে অভিযান, অবৈধ তহবিলের হদিশ পেল ইডি

- Advertisement -

মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) একটি কথিত অবৈধ বেটিং অ্যাপ পারিম্যাচ (Parimatch)–এর অর্থপাচার মামলার তদন্তে একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে। অভিযোগ অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে প্রায় ২,০০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, মুম্বাই, দিল্লি-এনসিআর, হায়দ্রাবাদ, জয়পুর, মাদুরাই (তামিলনাড়ু) ও সুরাট (গুজরাট) মিলিয়ে অন্তত ১৫টি স্থানে একযোগে অভিযান চলছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) অনুযায়ী দায়ের করা এই মামলার সূত্রপাত ২০২৪ সালে মুম্বাই সাইবার পুলিশের দায়ের করা এক এফআইআর থেকে। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে, প্রতারিত ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা অবৈধ অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। এরপর বিভিন্ন পেমেন্ট অ্যাগ্রিগেটর ও দেশীয় অর্থ স্থানান্তর এজেন্টের মাধ্যমে টাকার স্তরবিন্যাস করা হয়।

   

সূত্রের দাবি, চিহ্নিত অবৈধ তহবিলের পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। এই অর্থের একটি বড় অংশ ক্রিপ্টো ওয়ালেট, তামিলনাড়ুর একটি নির্দিষ্ট অঞ্চলের এটিএম থেকে নগদ উত্তোলন এবং ছোট অঙ্কের ইউপিআই স্থানান্তরের মাধ্যমে পাচার করা হয়।

জানা গিয়েছে, এ পর্যন্ত অভিযানে ইডি বেশ কিছু নথি, মোবাইল ফোন ও কম্পিউটারের উপাদান উদ্ধার করেছে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular