ED Raids: ফের অ্যাকশন মুডে ইডি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি

বৃহস্পতিবার ফের সাত সকালে তৎপর হয়ে উঠল ইডি (ED Raids)। উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বালি খাদান মামলায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও…

ED Raids Howrah's Shibpur in Connection with 6000 Crore Rs Bank Fraud Investigation

বৃহস্পতিবার ফের সাত সকালে তৎপর হয়ে উঠল ইডি (ED Raids)। উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বালি খাদান মামলায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লির ১৩টি জায়গায় তল্লাশি চালালেন ইডি অফিসাররা।

বৃহস্পতিবার অখিলেশ যাদব সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বাড়িতে তল্লাশি চালায় ইডি। আমেঠি ছাড়াও লখনউ ও মুম্বইয়ের ১৭টি জায়গায় তল্লাশি চলছে। আমেঠির আবাস বিকাশ কলোনি ও গঙ্গাগঞ্জ মহল্লায় ইডির তল্লাশি চলছে। বাড়ির ভিতরে ছিলেন গায়ত্রী প্রজাপতির স্ত্রী মহারাজী দেবী এবং ছোট ছেলে অনুরাগ প্রজাপতিও। এছাড়া গায়ত্রী প্রজাপতির বান্ধবী গুড্ডা দেবীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

   

সকাল ৬টা থেকে রাজধানী লখনউয়ে গায়ত্রী প্রজাপতির বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডির দল। দেশের বিভিন্ন শহরে গায়ত্রী প্রজাপতির বেআইনিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তির তদন্তে আজ তল্লাশি চালাচ্ছে ইডি। ধারণা করা হচ্ছে, আমেঠিতে তাঁর বাড়িতে, যেখানে তাঁর পরিবার রয়েছে, সেখানেই মূল তল্লাশি চলছে। ইডি ইতিমধ্যেই লখনউয়ের মোহনলালগঞ্জে ১০ বিঘা জমি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি মুম্বইয়ে ছ’টি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে ইডি।