HomeBharatMahua Moitra: লোকসভা ভোটের মুখে মহুয়াকে তলব ইডির

Mahua Moitra: লোকসভা ভোটের মুখে মহুয়াকে তলব ইডির

- Advertisement -

লোকসভা ভোটের মুখে আবারও একবার অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার মহুয়াকে ডেকে পাঠালো ইডি (ED)।

বৈদেশিক মুদ্রা লঙ্ঘন মামলায় অনিয়মের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে তৃতীয় সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহুয়া মৈত্রকে এই ঘটনার তদন্তে যোগ দিতে এবং দিল্লিতে ইডির সদর দফতরে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। ১১ ও ১৯ ফেব্রুয়ারি তদন্তকারীদের সামনে হাজির না হওয়ায় আগের দুটি তলবের পর নতুন তলব জারি করা হল আজ বুধবার।

   

মহুয়া মৈত্রকে এই মামলা সম্পর্কিত কিছু বিদেশী বিনিয়োগ সম্পর্কিত কিছু নথি নিয়ে তদন্তে যোগ দিতে বলা হয়েছে। ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)-র ধারায় তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে ইডি। এর আগে ফেব্রুয়ারিতে হিরানন্দানি গোষ্ঠীর প্রোমোটার নিরঞ্জন হিরানন্দানি ও তাঁর ছেলে দর্শন হিরানন্দানিকে ফেমা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। হিরানন্দানি বলেছিলেন যে ১৬ বছর আগে তাঁর বিরুদ্ধে ফেমা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। এ পর্যন্ত তাকে ৪২ থেকে ৪৩ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular