HomeBharatED Summon: ভোট ঘোষণার পরের দিনেই মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হল

ED Summon: ভোট ঘোষণার পরের দিনেই মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হল

- Advertisement -

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে দেশজুড়ে। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এরই মাঝে চিন্তা বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। ভোটের প্রাক্কালে ফের একবার শিরোনামে জায়গা করে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফের একবার সমন পাঠানো হল ইডি (ED Summon)-র তরফে।

জানা গিয়েছে, আজ রবিবার দিল্লি আবগারি নীতি ২০২১-২২ মামলায় অনিয়ম সম্পর্কিত আর্থিক তছরুপের তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।  মুখ্যমন্ত্রীকে আগামী ২১ মার্চ আসতে বলা হয়েছে। এর আগে কেজরিওয়ালকে আটবার তলব করেছিল ইডি। কিন্তু কেজরিওয়াল একবারও ইডির সামনে হাজির হননি। এবার ফের একবার সমন পাঠিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদে সামিল হতে বলল ইডি। 

   

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular