ED: কেজরিওয়ালকে হেফাজতে নিল ইডি

ইডির আবেদনে সাড়া দিল আদালত। আপাতত তাঁর ৬দিনের  ইডি হেফাজতের আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার আদালতে দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। দীর্ঘ শুনানির শেষে রায়দান স্থগিত…

arvind kejriwal

ইডির আবেদনে সাড়া দিল আদালত। আপাতত তাঁর ৬দিনের  ইডি হেফাজতের আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার আদালতে দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। দীর্ঘ শুনানির শেষে রায়দান স্থগিত রাখে আদালত। অবশেষে রাউস অ্যাভিনিউ আদালত থেকে ইডি হেফাজতের নির্দেশ।

কেজরিওয়ালকে এই দুর্নীতির ‘কিংপিং’ বলে দাবি করে ইডি। তাদের তরফে আরও বলা হয়, এই দুর্নীতির অর্থ গোয়ায় ভোটের কাজে ব্যবহার করা হয়েছে। এই অর্থের পরিমাণ প্রায় ৪৫ কোটি।

   

বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তে তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ সমর্থকরা।
আদালতে ইডি সওয়াল করে, আম আদমি পার্টি কোম্পানি ছাড়া আর কিছু নয়, সুতরাং কোম্পানির জন্য দায়ী আপ-এর সবাই। ভারতের ইতিহাসে চেয়ারে থাকাকালীনই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার, আদালতে সওয়াল কেজরিওয়ালের আইনজীবীর।