লোকসভা ভোটের মুখে শাসক দলের ৪ নেতাকে গ্রেফতার করল ইডি (ED)। জানা গিয়েছে, জমি কেলেঙ্কারির মামলায় জেএমএম নেতা অন্তু তিরকে, প্রিয়রঞ্জন সহায়, রিয়েল এস্টেট ব্যবসায়ী বিপিন সিং এবং ইরশাদকে গ্রেফতার করেছে ইডি।
জানা গিয়েছে, মঙ্গলবার তাদের বাড়িতে অভিযান চালানোর পরে গভীর রাতে তাদের রাঁচিতে ইডি অফিসে আনা হয় এবং পরে তাদের গ্রেফতার করা হয়। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও অন্যান্যদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে নতুন করে চারজনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়ে জমি দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। ৪৮ বছর বয়সী হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই জানুয়ারিতে ইডি তাকে গ্রেফতার করে। তিনি বর্তমানে হোটওয়ারের বিরসা মুন্ডা কারাগারে বন্দী রয়েছেন।
গত ৩০ মার্চ বিশেষ পিএমএলএ আদালতে হেমন্ত সোরেন, প্রসাদ ও সোরেনের কথিত ‘ফ্রন্টম্যান’ রাজকুমার পাহান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিনোদ সিংয়ের সহযোগী হিলারিয়াস কাছাপের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই। ইডি রাঁচির জমিও বাজেয়াপ্ত করেছে এবং জমিটি বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে অনুরোধ করেছে। এদিকে ঝাড়খণ্ড পুলিশ রাজ্য সরকারের আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির মামলায় একাধিক এফআইআর দায়ের করেছে।
ED has arrested four persons JMM leader Antu Tirkey, Priyaranjan Sahay, real estate trader Vipin Singh, and Irshad in a land scam case. Their places were raided yesterday after which they were brought to the ED office in Ranchi late at night and arrested subsequently.
— ANI (@ANI) April 17, 2024