Earthquake: ভূমিকম্পে কাঁপল অসম, ঝটকা লাগল বাংলায়

রাতভর উৎসব শেষের রেশ কাটেনি। ভোরে দুলে গেল মাটি। ভূমিকম্প। মাটি কাঁপল (Earthquake) অসমে। ঝটকা লাগল পড়শি পশ্চিমবঙ্গে। কম্পন ৪.৬ মাত্রা ধরা পড়েছে। রিখটার স্কেল…

earthquake

রাতভর উৎসব শেষের রেশ কাটেনি। ভোরে দুলে গেল মাটি। ভূমিকম্প। মাটি কাঁপল (Earthquake) অসমে। ঝটকা লাগল পড়শি পশ্চিমবঙ্গে। কম্পন ৪.৬ মাত্রা ধরা পড়েছে।

রিখটার স্কেল পরিমাপে এটি একটি মৃদু ভূমিকম্প। রবিবার (১৩ অক্টোবর) ভোরে অসম এবং প্রতিবেশী দেশ ভুটানের কিছু অংশ কেঁপে ওঠে।

   

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, কম্পনের কেন্দ্রস্থল ছিল অসমের উদালগুড়ি। ভূস্তর থেকে ভূমিকম্প কেন্দ্রের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। শনিবারও হিমালয় অঞ্চলে ভূকন্পন ধরা পড়েছে। হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়। এবার হিমালয়ের পূর্বাংশে অসমের মাটি কাঁপল।

অসমের ঢেকিয়াজুলি, বরপেটা, গোয়ালপাড়া, উত্তর লখিমপুর, জোরহাট, তেজপুর, গোলাঘাট, গুয়াহাটি, নগাঁও, নাগাল্যান্ডের ডিমাপুর ও অরুণাচলের, সহ বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়।

অসমের লাগোয়া পশ্চিমবঙ্গ ও প্রতিবেশি দেশ ভুটানের অংশে কম্পন ছড়ায়। অসম লাগোয়া উত্তরবঙ্গের কিছু অংশে কম্পন অনু়ভূত হয়।হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।