Terrorist Attack: ফের জঙ্গি হামলায় নিহত ১, ভয়ে কাঁপছে কাশ্মীর ঘাঁটি

লাগাতার জঙ্গি হামলার ঘটনা ঘটছে কাশ্মীর ঘাঁটিতে। জঙ্গিদের নিশানায় বারবার পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার সকালেই কুলগামে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলা। এবার ঘটনাস্থল বুদগাম।

জানা গিয়েছে, মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকার মাগ্রেপোরায় দুজন ব্যক্তির ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এক আধিকারিক জানিয়েছেন, শ্রমিকদের মধ্যে একজনের হাতে এবং অন্যজনের কাঁধে গুলি লাগলে। আহত অবস্থায় দুজনকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

   

যদিও বিহারের বাসিন্দা দিলখুশকে এসএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। একই সঙ্গে যে শ্রমিকের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে, তাঁর নাম গোরিয়া, যিনি পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। হামলার পরপরই হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন