Mob Lynching: খুঁটির সঙ্গে বেঁধে মারধর, ভয়াবহ গণপিটুনিতে যুবকের মৃত্যু

দেশে ফের একবার গণপিটুনি (Mob Lynching)-র ঘটনা ঘটে গেল। মৃত্যু হল যুবকের। কেরালায় মুভাতুপুঝায় গণপিটুনির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দু’দিন আগে এখানে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছে জনতা বলে অভিযোগ। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক দাস (২৪)। তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি চাকরির জন্য কেরালায় এসেছিলেন এবং মুভাতুপুজার কাছে ভালকোমে একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, অশোক দাসকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। আসলে এলাকায় বসবাসকারী এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এরপর স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। পরে তাকে নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে কোলেনচেরি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

   

পুলিশ জানিয়েছে, অশোক দাসকে একটি খুঁটির সঙ্গে বেঁধে এত খারাপভাবে মারধর করা হয়েছিল যে তিনি গুরুতর আহত হন। এর জেরেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় কোনো আসামি রেহাই পাবে না এবং যত দ্রুত সম্ভব সবাইকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন