J&K: কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে গুরুতর জখম একাধিক সেনাকর্মী

আবারও অশান্ত হয়ে উঠল কাশ্মীর ঘাঁটি। সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার জম্মু ও কাশ্মীরের (J&K) পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিয়মিত টহলের সময়…

আবারও অশান্ত হয়ে উঠল কাশ্মীর ঘাঁটি। সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার জম্মু ও কাশ্মীরের (J&K) পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিয়মিত টহলের সময় মাইন বিস্ফোরণ হয়। এদিকে এই বিস্ফোরণের জেরে ৩ সেনা জওয়ান আহত হন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

সেনা আধিকারিকরা জানিয়েছেন, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর নিয়মিত টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। এ সময় একটি মাইনে বিস্ফোরণ ঘটে, এতে তিন সেনা কর্মী আহত হন। তিন জওয়ানকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।