ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বহু রাজ্য। কিছু রাজ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একের পর এক স্কুল, কলেজ, অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারী বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ সপ্তাহের শুরুতেই বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দেওয়া হল।
মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় সিএসএমটি-থানের মধ্যে মেইন লাইন ডাউন এবং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন ও আপ স্লো লাইন চলছে। চুন্নাভাটিতে জল জমে যাওয়ায় হারবার লাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে মাতুঙ্গা রোড এবং দাদরের মধ্যে জল রেল লাইনের উপরে থাকায় শহরতলির ট্রেনগুলি ১০ মিনিট পর্যন্ত দেরিতে চলছে। রেললাইন থেকে জল নিষ্কাশনের জন্য বড় বড় পাম্প ব্যবহার করা হচ্ছে।
মুম্বই সহ গোটা মহারাষ্ট্রের বর্ষা যেন সকলের কাছে দুঃস্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। শহরতলিতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। রবিবার রাতভর ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় রেললাইন জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। কিছু জায়গায় লোকাল সার্ভিস চলছে ধীরগতিতে। যার জেরে সকালে বেশ সমস্যায় পড়তে হয়েছে মুম্বইবাসীকে। এদিকে আজ সোমবার সকাল থেকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
আগামী ৩-৪ দিন মুম্বই-সহ গোটা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Mumbai: Due to water logging at various places, train services on the main line down and up fast line between CSMT – Thane is suspended. However, down and up slow lines are running. Harbour line services are temporarily suspended due to waterlogging at Chunnabhati: Central…
— ANI (@ANI) July 8, 2024
#WATCH | Mumbai | Suburban trains are running upto 10 minutes late as water is above track level between Matunga Road and Dadar due to heavy rains. High-capacity water pumps are being used to drain water away from the railway tracks: Western Railway
(Video source: Western… pic.twitter.com/yylXkqalew
— ANI (@ANI) July 8, 2024
Despite heavy downpour, #MumbaiLocals in WR’s Suburban section are running normally to ensure a safe commute for Mumbaikars
High capacity water pumps are being utilised to drain water & Railway staff across the section are closely monitoring the situation to keep Mumbai’s… pic.twitter.com/5TUppJlxmo
— Western Railway (@WesternRly) July 8, 2024