HomeBharatCovid 19: এক ধাক্কায় ৮২ শতাংশ বাড়ল রোগীর সংখ্যা

Covid 19: এক ধাক্কায় ৮২ শতাংশ বাড়ল রোগীর সংখ্যা

- Advertisement -

দেশে উর্ধমুখী কোভিডের সংক্রমণের হার নতুন করে চিন্তা বাড়াচ্ছে সকলের। দেশের পাশাপাশি দিল্লিতেও করোনা ভাইরাসের রোগী বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, একদিনে ৮২ শতাংশ রোগী বেড়েছে, যা উদ্বেগের বিষয়। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, রাজধানীতে নতুন করে ১ হাজার ১১৮ জন রোগীর খোঁজ মিলেছে। যা সোমবারের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ বেশি। সোমবার সন্ধ্যায় রাজধানীতে ৬১৪ জন রোগীর সন্ধান মিলেছে।

   

এটি টানা পঞ্চম দিন যে নতুন কোভিড কেসের সংখ্যা ৬০০ এর উপরে রয়েছে। শুধু তাই নয়, গত ১০ মে-র পর এই প্রথম দিল্লিতে এত সংখ্যক রোগীর খোঁজ মিলল। গত ১০ মে দিল্লিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ১,১১৮ জন।

এখনও পর্যন্ত দিল্লিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ২২৩ জন। এই মুহূর্তে রাজধানীতে কোভিড রোগীর সংখ্যা ৩,১৭৭ জন (অ্যাক্টিভ কেস)। সোমবার এই সংখ্যা ছিল ২ হাজার ৫৬১ জন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular