দেশে ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। এক সড়ক দুর্ঘটনায় এক ধাক্কায় অনেকের মৃত্যু এবং আহত হলেন। জানা গিয়েছে, ছত্তিশগড়ের বেমেতারা জেলায় একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৩ জন আহত হয়েছেন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার সময় রবিবার গভীর রাতে কাঠিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম ভুরি নিষাদ (৫০), নীরা সাহু (৫৫), গীতা সাহু (৬০), অগ্নিয়া সাহু (৬০), খুশবু সাহু (৩৯), মধু সাহু (৫), ঋকেশ নিষাদ (৬) ও টুইঙ্কল নিষাদ (৬)। দুর্ঘটনার আগে পাথররা গ্রামের বাসিন্দারা তিরাইয়া গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। এ সময় মালবাহী গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে ব্যাপক শোরগোল পরে গিয়েছে।
#WATCH | Chhattisgarh | BJP MLA Dipesh Sahu visited the district hospital and met the injured.
Death toll in Bemetara accident rises to 9 and 23 are injured who have been shifted to the hospital for treatment: Ranveer Sharma, Collector Bemetara https://t.co/LPbRRsRQbP pic.twitter.com/2ISZXF0llu
— ANI (@ANI) April 29, 2024