বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য পেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র৷ তবে তার আগেই তাঁর একটি টুইটকে ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।
তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, “যেন গোমূত্রের ডোজ খেয়ে প্রস্তুত থাকেন বিজেপি সাংসদরা।” কৃষ্ণনগরের সাংসদ টুইটে লিখেছেন, “লোকসভায় আজ বিকেলে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখব ৷ বিজেপিকে আগাম বলে রাখতে চাই, তারা যেন তাদের হেনস্থাকারী দলকে নিয়ে প্রস্তুত থাকে এবং তাদের কাল্পনিক পয়েন্টগুলো যেন একবার পড়ে নেন ৷ কিছুটা গোমূত্রের ডোজও নিয়ে নিতে পারেন।”
কৃষ্ণনগরের এই সাংসদ ইঙ্গিত দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আক্রমণকে আরও জোরদার করবেন।
প্রসঙ্গত, বরাবর নিজের চাঁচাছোলা ভাষার জন্য শিরোনামে থাকেন সাংসদ। অন্যদিকে সংসদে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে লোকসভায় ঝড় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পেগাসাস, আর্থিক বৈষম্য-সহ নানা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে
Am speaking this evening in Lok Sabha on President’s Address.
Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022