বিধ্বংসী মিসাইল লঞ্চ করল DRDO, উপকূল থেকে সরানো হল ১০,০০০-রও বেশি মানুষকে

ফের একবার শক্তি প্রদর্শন করল ডিআরডিও (DRDO)। জানা গিয়েছে, আজ বুধবার বিকেল ৪টে ২৫ মিনিটে ওড়িশার বলেশ্বরের চণ্ডীপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতের ডিআরডিও।…

ফের একবার শক্তি প্রদর্শন করল ডিআরডিও (DRDO)। জানা গিয়েছে, আজ বুধবার বিকেল ৪টে ২৫ মিনিটে ওড়িশার বলেশ্বরের চণ্ডীপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতের ডিআরডিও। তবে ক্ষেপণাস্ত্রটি কি বিষয়ের সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

এটুকু জানা গিয়েছে, বালাসোরের চণ্ডীপুরে ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জের (আইটিআর) লঞ্চ প্যাড-৩ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। আজ সকালে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। একই সঙ্গে আশেপাশে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের করে বিভিন্ন শিবিরে নিয়ে যাওয়া হয়। এখানে তাদের খাওয়া-দাওয়া ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে।

   

শেষ পাওয়া খবকের অনুযায়ী, বুধবার ওড়িশার বালেশ্বর জেলার ১০টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এখনও এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনও তথ্য দেয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এতে ক্ষেপণাস্ত্রটি কতক্ষণ ভূমিতে আঘাত হানবে তা নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিআরডিও গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ৩০০ টাকাও দেওয়া হয়েছে সকলকে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।