Draupadi Murmu: রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন (Draupadi Murmu) দ্রৌপদী মুর্মু। তিনি এনডিএ প্রার্থী হিসেবে জয়ী হলেন। পরাজিত বিরোধী জোটের যশবন্ত সিনহা। Advertisements ইউপিএ আমলে দেশের প্রথম…

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন (Draupadi Murmu) দ্রৌপদী মুর্মু। তিনি এনডিএ প্রার্থী হিসেবে জয়ী হলেন। পরাজিত বিরোধী জোটের যশবন্ত সিনহা।

Advertisements

ইউপিএ আমলে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা দেবী সিং পাতিল। তাঁর পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী।

   

সোমবার দেশজুড়ে ভোট হয়েছিল। পিটিআই জানাচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু আগামী ২৫ জুলাই শপথ নেবেন। 

রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রত্যাশিত ছিল। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসব শুরু হয়ে যায় এনডিএ শিবিরে। মোট ভোটমূল্যের ৫০ শতাংশের বেশি গিয়েছে দ্রৌপদীর পক্ষে।

বিরোধী জোটের যশবন্ত সিনহা পরাজিত হবেন তা ধরাই ছিল। তিনি হেরেছেন। প্রশ্ন তিনি কি ফের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সহ সভাপতির পদে ফিরে যাবেন? কারণ, এই পদে ইস্তফা দিয়েই তিনি রাষ্ট্রপতি পদে লড়াই করেছিলেন। যশবন্ত সিনহা বাজপেয়ী মন্ত্রিসভার একসময়ের বিদেশ ও অর্থমন্ত্রী ছিলেন। পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।