দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা, উত্তরাখণ্ডে প্রাণ গেল ৪ শ্রমিকের

diwali-turns-dark-4-workers-from-up-killed-in-road-crash-in-uttarakhand

উত্তরাখন্ড, ১৯ অক্টোবর: উত্তরাখণ্ডের (Uttarakhand) উদম সিং নগর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উত্তরপ্রদেশ থেকে আসা চারজন শ্রমিক নিহত হয়েছেন, আর তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, খাতিমা-নানকানা সাহিব সড়কে একটি ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ট্রাকের সঙ্গে, যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Advertisements

পুলিশ জানায়, ওই ট্রাক্টর-ট্রলিটি খাতিমা এলাকায় একটি ঠিকাদারের অধীনে কাজ করা শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। তাঁরা দীপাবলির জন্য উত্তরপ্রদেশের সাম্বল ফিরে যাচ্ছিলেন। পথে, খাতিমা থেকে নানকানা সাহিবের দিকে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় চারজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে প্রথমে খাতিমার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisements

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় গাড়ির দ্রুত গতি ও রাস্তার কিছু অংশের খারাপ অবস্থাই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।