ডিজিটাল অ্যারেস্ট! প্রতারকদের জালে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন বিমান সেবিকা

দিন দিন বেড়ে চলছে সাইবার ক্রাইম৷ অন্তর্জালে বিছানো প্রতারণার ফাঁদ৷ উদ্বেগ বাড়াচ্ছে ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা৷ সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের জালে জড়িয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন…

Cybercrime in Karnataka cooperative bank

দিন দিন বেড়ে চলছে সাইবার ক্রাইম৷ অন্তর্জালে বিছানো প্রতারণার ফাঁদ৷ উদ্বেগ বাড়াচ্ছে ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা৷ সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের জালে জড়িয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন  
মহারাষ্ট্রের কাল্যাণের ২৪ বছর বয়সী এক এয়ার হোস্টেস৷ অর্থ তছরুপের ভুয়ো মামলার ভয় দেখিয়ে  তাঁর কাছ থেকে টাকা লুঠ করা হয়৷ (digital arrest air hostess lost Rs10 lakh)

মানি লন্ডারিং মামলায় ফাঁসানোর ভয় digital arrest air hostess lost Rs10 lakh

তাঁকে ফোন করে বলা হয়, তিনি একটি পার্সেল পাঠিয়েছিলেন, যেটা ইরানে পৌঁছায়নি। এ কথা শোনার পর ওই তরুণী বলেন, তিনি কোনও পার্সেল পাঠাননি৷ তখন তাঁকে ভিডিয়ো কল করে হুমকি দেওয়া হয়। বলা হয়, তাঁর নামে একটি মানি লন্ডারিং বা অর্থ তছরুপের মামলা রয়েছে৷ এই মামলায় তাঁকে গ্রেফতার করা হবে। পুলিশি পদক্ষেপ এড়াতে টাকা দিতে হবে৷ এরপরেই, ওই প্রতারক মহিলার ফোনে লিঙ্ক পাঠায় এবং তাঁকে ৯.৯৩ লক্ষ টাকা ট্রান্সফার করতে বাধ্য করে।

   

বিদেশ থেকে ফোন digital arrest air hostess lost Rs10 lakh

ডিজিটাল অ্যারেস্ট শেষ হওয়ার পরেই ২৪ বছরের ওই বিমান সেবিকা বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য চান। পুলিশ প্রতারকদের ফোন নম্বরটি ট্র্যাক করে। দখা যায় নম্বরটি বিদেশের একটি লোকেশন থেকে ব্যবহার করা হচ্ছিল।

ওই তরুণীর অভিযোগে ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ 

Bharat: Cybercrime is on the rise with digital arrest scams spreading. A 24-year-old air hostess in Maharashtra lost INR 10 lakhs to a fraudulent money laundering case. The scam involved threats and forced money transfers. Stay alert to digital fraud.