Difference Between TTE And TC in Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষাই কাজ, তাহলে ভারতীয় রেলের TTE ও TC-র পার্থক্য কী?

Indian Railways: রেল যাত্রীদের টিকিটের খোঁজখবর নিয়ে থাকেন টিটিই (Travelling Ticket Examiner) ও টিসি (Ticket Checker)। উভয়েরই কাজ যাত্রীরা সঠিক টিকিট কেটে ট্রেনে চড়েছেন কিনা…

difference between tte And tc in Indian Railways , ট্রেনের টিকিট পরীক্ষাই কাজ, তাহলে ভারতীয় রেলের TTE ও TC-র পার্থক্য কী?

Indian Railways: রেল যাত্রীদের টিকিটের খোঁজখবর নিয়ে থাকেন টিটিই (Travelling Ticket Examiner) ও টিসি (Ticket Checker)। উভয়েরই কাজ যাত্রীরা সঠিক টিকিট কেটে ট্রেনে চড়েছেন কিনা তার দেখভাল করা। এদের এক বলেই মনে হয়। কিন্তু, বাস্তবে টিটিই ও টিসি-র কাজ পৃথক।

লোকাল হোক বা দূরপাল্লার ট্রেন, যাত্রীরা দেখেন চলন্ত ট্রেনে কালো কোর্ট পড়া চেকার এসে টিকিট পরীক্ষা করছেন। আবার প্ল্যাটফর্মেও একই পোশাকের এই ধরণের রেলকর্মীদের কাজ করতে দেখা যায়। তাহলে এদের পার্থক্য ঠিক কোথায়?

   

টিটিই অর্থাৎ ট্র্যাভেলিং টিকিট এক্সামিনার (Travelling Ticket Examiner) রেলের বাণিজ্যিক বিভাগের অধীনে নিয়োগ করা হয়। এদের কাজ রেলে যাত্রার সময় যাত্রীদের কাছ থেকে টিকিটের অনুসন্ধান এবং তদন্ত সম্পর্কিত। টিটিই-কে চলমান মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির জন্য নিয়োগ করা হয়। টিটিই-র কাজ হল ট্রেনে ভ্রমণকারী লোকদের কাছ থেকে তাদের টিকিট পরীক্ষা করে দেখা, পরিচয় মিলিয়ে দেখা, বিনা টিকিটে কেউ রেলে চড়লে তাদের জরিমানা করা। ট্র্যাভেলিং টিকিট এক্সামিনারের কাছে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের একটি তালিকা থাকে। নিশ্চিত রিজার্ভেশন থাকা সত্ত্বেও কেউ যদি ভ্রমণ না করে, তবে সেই খালি আসনটি আরএসি বা অপেক্ষমাণ তালিকার যাত্রীকে বরাদ্দ করার অধিকার রয়েছে টিটিই-দের।

এছাড়া যদি কোনও সিট খালি থাকে এবং ট্রেনে ভ্রমণকারী কোনও যাত্রীর তা প্রয়োজন হয়, তাহলে টিটিই একটি নির্দিষ্ট ফি নিয়ে সেই আসনটি বরাদ্দ করতে পারেন। যাত্রার সময়, কোনও যাত্রী যদি কোনও সমস্যায় পড়েন বা রেল সংক্রান্ত কোনও অসুবিধার সম্মুখীন হন, তবে সেই যাত্রী টিটিই-র কাছে অভিযোগ জানাতে পারেন।

আরও পড়ুন- Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?

টিটিই-র সব কাজই শুধুমাত্র নির্দিষ্ট দূরত্বের চলমান ট্রেনের ভিতর হয়ে থাকে।

অন্যদিকে টিসি অর্থাৎ টিকিট কালেক্টরও রেলের বাণিজ্য বিভাগের অধীনে নিযুক্ত হন। টিসি-র কাজও টিটিই-র মতোই। তবে পার্থক্য হল ট্রেনের ভিতরে টিকিট চেক করার অধিকার রয়েছে টিটিই-র। টিসি অর্থাৎ টিকিট কালেক্টর কেবলমাত্র প্ল্যাটফর্মে টিকিট চেক করতে পারবেন। এদের রেলের প্ল্যাটফর্ম ও স্টেশনে ঢোকা ও বেরোনোর পথে টিকিট খতিয়ে দেখতে দেকা যায়। যদি কেউ প্ল্যাটফর্মে থাকেন এবং তাঁর কাছে তখন কোনও বৈধ টিকিট না থাকে, তবে টিসি ওই ব্যক্তিকে জরিমানা করতে পারেন।