জেনে নিন কোন ভুলের কারণে রেল দুর্ঘটনায় আহত বা মৃত্যু হলে মেলে না ক্ষতিপূরণ

সারাদিনে একটু টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পাবেন বহু জায়গাতেই রেল দুর্ঘটনার (Train Accident) খবর শুনতে পাওয়া যায়৷ গত দুই মাসে বহু ট্রেন দুর্ঘটনার বিষয়…

সারাদিনে একটু টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পাবেন বহু জায়গাতেই রেল দুর্ঘটনার (Train Accident) খবর শুনতে পাওয়া যায়৷ গত দুই মাসে বহু ট্রেন দুর্ঘটনার বিষয় সামনে এসেছে৷ ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ ভয়ানক দুর্ঘটনা ঘটেছে৷ প্রাণ হারিয়েছেন শয়ে শয়ে মানুষ। সকলের কাছেই এই বিষয়টি জানা যে, রেল দুর্ঘটনার ক্ষেত্রে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে৷। কিন্তু কারা এই ক্ষতিপূরণের জন্য দাবি করতে পারেন তা প্রায় অনেকের কাছেই অজানা৷

Advertisements

তবে চলুন জেনে নেওয়া যাক আসল বিষয়টি৷ ভারতে প্রতিদিন বহু মানুষই দূরপাল্লার ট্রেনে যাত্রা করে থাকেন৷ আর ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রেল দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় বা আহত হন, তার জন্য রেলের তরফে ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু বহু সময়েই সাধারণ মানুষ অভিযোগ করে থাকেন যে তাঁরা ক্ষতিপূরণ পাননি৷ সেক্ষেত্রে কী করা উচিত জানানো হল রেলের তরফ থেকে৷

   

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়, রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রীর কাছে টিকিট না থাকে এবং দুর্ঘটনার শিকার হন,তবে তিনি ক্ষতিপূরণ পান না। রেলওয়ে একমাত্র বৈধ যাত্রীদেরই ক্ষতিরপূরণ দেয়।