মহারাষ্ট্রে আসন ভাগাভাগির সমস্যায় জর্জরিত NDA! মুখ খুললেন ফড়নবিশ

  শিওরে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। ভোটের আসন সংখ্যা নিয়ে মুখিয়ে রয়েছে সকল রাজ্য।বর্তমানে, মহারাষ্ট্রের দিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল। সূত্রের খবর, ১৩টি লোকসভা…

 

শিওরে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। ভোটের আসন সংখ্যা নিয়ে মুখিয়ে রয়েছে সকল রাজ্য।বর্তমানে, মহারাষ্ট্রের দিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল। সূত্রের খবর, ১৩টি লোকসভা আসন নিয়ে মহারাষ্ট্রে এনডিএ (NDA)-র বিরোধ রয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘আমাদের মধ্যে কোনও ধরনের বিরোধ নেই।’ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বৃহস্পতিবার ৭ মার্চ জানান, ‘রাজ্যে মহাজোটের মধ্যে দুটি বা তিনটি আসন নিয়ে আলোচনা চলছে।’ এদিন সাংবাদিক বৈঠকে ফড়নবিশ বলেন, ‘লোকসভার টিকিট বণ্টন বাস্তব ভিত্তিতেই হয়।’

তিনি আরও বলেন, জোটের তিন দলের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে। যে দু-তিনটি আসন নিয়ে অচলাবস্থা ছিল, সেগুলি শিগগিরই সমাধান করার চেষ্টা চলছে কোনো ধরনের বিরোধ ছাড়াই । যা সিদ্ধান্ত নেওয়া হবে, দু-একদিনের মধ্যেই সামনে আসবে। অপরদিকে এনসিপি প্রধান শরদ পাওয়ার বৃহস্পতিবার ৭ মার্চ প্রধানমন্ত্রী মোদীকে তিব্র নিশানা করেন। তার দাবি, মোদী এখন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে পাঠাতে চান। এই অভিযোগের পাল্টা উত্তর দেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি শরদ পাওয়ারের এই মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেন।