আমন্ত্রণ পাননি তবে দিলেন বার্তা, সেন্ট্রাল ভিস্তা নিয়ে কী বললেন রাষ্ট্রপতি

আনুষ্ঠানিক উদ্বোধনের পর নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী।” ভারতীয় গণতন্ত্রের ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না…

president draupadi murmu

আনুষ্ঠানিক উদ্বোধনের পর নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী।”

ভারতীয় গণতন্ত্রের ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ২১টি বিরোধী রাজনৈতিক দল। এদিন রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর বার্তা পাঠ করে শোনান রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ।

   

সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বার্তা দেন, “নতুন সংসদ ভবন উদ্বোধনের মহান দিনটি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন দিনে বার্তা দিতে পেরে আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি।

আমাদের বিশাল বহুত্ববাদী দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর-দক্ষিণ তটরেখার বাসিন্দা সমস্ত ভারতবাসীর কাছে আজকের দিনটি গৌরবের এবং আনন্দের।”

তিনি আরও বলেন, “সংসদ আমাদের সমৃদ্ধ গণতন্ত্রের প্রকাশস্তম্ভ। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাভাব আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরম্পরার মূল সত্য।… ভারতীয় গণতন্ত্রই সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষকে শক্তিশালী করেছে।

এটা গণতন্ত্রের সুফল যে সামাজিক যুদ্ধে জয় করে গরিব শীর্ষস্থানে পৌঁছেছে। নতুন সংসদ ভবন আমাদের গণতন্ত্রের এক নয়া অধ্যায়ের সূচনা করবে। স্বাধীনতার অমৃতউৎসবে নতুন সংসদ ভবনের উদ্বোধন গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।”

রবিবার রাষ্ট্রপতির মতোই নিজের ভাষণে গণতন্ত্রের জয়গান শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠেও। হাজারও বিতর্ক সঙ্গে নিয়েই উদ্বোধন হল ঐতিহাসিক ভবনটির।